হোম > অর্থনীতি

পেট্রোলিয়াম জেলির উপাদান জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতকালে ত্বকের যত্নে পেট্রোলিয়াম জেলির ব্যবহার অনেক বেড়ে যায়। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পেট্রোলিয়াম জেলি পাওয়া যায়। এসব জেলিতে কী কী উপাদান রয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানীং লক্ষ করা যাচ্ছে, নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনসামগ্রী ব্যবহার করে ভোক্তাসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাধারণত শীতকালীন প্রসাধনী হিসেবে ভোক্তারা ব্যাপক হারে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করেন। নকল ও মানহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কারণে অনেকের ত্বকে ক্ষতিকর প্রভাব পড়ছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। 

দেখা যাচ্ছে, বাজারে প্রচলিত বিভিন্ন পেট্রোলিয়াম জেলির মোড়কে উপস্থিত উপাদানগুলো স্পষ্টভাবে উল্লেখ থাকে না। সে ক্ষেত্রে এসব পণ্য ব্যবহারে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্ণিত বিষয়ে ভোক্তাসাধারণের পক্ষে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি পেট্রোলিয়াম জেলিতে কী কী উপাদান রয়েছে, সে বিষয়ে জানতে চেয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পেট্রোলিয়াম জেলির সব উপাদান সম্পর্কে জানানোর বিষয়ে নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষকে হাইকোর্ট এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি ভোক্তাসাধারণকে অবগত করা হলো। নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনসামগ্রী ব্যবহার করে ভোক্তাসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের