হোম > অর্থনীতি

ইউনাইটেড ফাইন্যান্সের নিরবচ্ছিন্ন সেবায় মোবাইল অ্যাপ উমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ‘উমা’ এর উদ্ভোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি গ্রাহকদের যুগান্তকারী সেবার লক্ষ্যে মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক ‘উমা’ এর মাধ্যমে ডিজিটাল সেবা চালু করেছে। উমাতে নিরাপদ, সহজ এবং সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদান করা হবে। অ্যাপের মাধ্যমে গ্রাহকরা পারবেন সম্পূর্ণ অনলাইনে ডিপোজিট অ্যাকাউন্ট খোলার সুযোগ।

এটি বাংলাদেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে প্রথম রিয়েল-টাইমে ডিপোজিট ও ঋণ পণ্যের তথ্য যাচাই, তাৎক্ষণিকভাবে হিসাবের স্টেটমেন্ট ও সার্টিফিকেট প্রাপ্তির সুবিধা।

আজ সোমবার রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে এই মোবাইলভিত্তিক সেবার উদ্ভোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, উমা এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর-এ ডাউনলোডের জন্য উন্মুক্ত। গ্রাহকদের সহায়তার জন্য ধাপে ধাপে টিউটোরিয়াল ও ফিচার হাইলাইট ইউনাইটেড ফাইন্যান্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে প্রকাশ করা হবে।

ইউনাইটেড ফাইন্যান্সের চেয়ারম্যান নজমুল হাসান বলেন, আমাদের গ্রাহকদের জন্য সর্বশেষ উদ্ভাবনটি বাস্তবে রূপ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ইউনাইটেড ফাইন্যান্স সবসময় সেবাকে অগ্রাধিকার দিয়েছে। সেই ধারাবাহিকতায় আরও উন্নত ও নিরাপদ সেবা দিবে উমা অ্যাপ। নিরবচ্ছিন্ন সেবায় সকল গ্রাহককে উমা ব্যবহার করতে আমন্ত্রণ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল আহসান ও প্রোডাক্ট ম্যানেজমেন্ট ও অ্যাডভাইসারি প্রধান জেসন আনিক পান্ডে প্রমুখ।

অরাজক এলপিজির বাজার

রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক ১০টি লাভজনক কোম্পানি শেয়ারবাজারে আনার সিদ্ধান্ত

ডিসেম্বরে অর্থনীতিতে গতি কিছুটা বেড়েছে

ইউনিলিভার-নেসলেসহ ১০ প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে বৈঠকে অর্থ উপদেষ্টা

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

পাসপোর্ট এন্ডোর্সমেন্টে মানি চেঞ্জারদের সর্বোচ্চ ফি বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

এলপিজি সংকটে রিফিল হচ্ছে না ৪ কোটি ২৫ লাখ সিলিন্ডার, দাবি ব্যবসায়ীদের

অনলাইনে ভ্যাট রিফান্ড চালু, সরাসরি টাকা যাবে করদাতার ব্যাংক অ্যাকাউন্টে

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল