হোম > অর্থনীতি

সরকার আরও বৈদেশিক ঋণ নেবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার আরও বৈদেশিক ঋণ নেবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনাকে অবান্তর বলেও মন্তব্য করেছেন তিনি। 

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র ঋণ নেয় আবার রাষ্ট্রই ঋণ পরিশোধ করে। ব্যক্তি কখনো ঋণ পরিশোধ করে না। আমরা ঋণ আরও নেব। ঋণ নেওয়া তো ব্যবসা করার মতোই। আমরা হিসাব করেই ঋণ নিই। বাংলাদেশ হিসাব করতে দক্ষ। সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য করা হয় না, করা হয় সেবার জন্য। ক্ষতি দেখে তো সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যাবে না।’ 

আইইবির কম্পিউটার কৌশল বিভাগের সম্পাদক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান মো. তমিজ উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন শীবলু। 

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রযুক্তিনির্ভর এবং যুগোপযোগী ১০০ বছরের পরিকল্পনা করেছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা সব খাত অন্তর্ভুক্ত করেছি। ২০০৯ থেকে এখন পর্যন্ত দেশ অত্যন্ত পরিকল্পিতভাবেই এগিয়ে যাচ্ছে। উই হেভ অ্যা ড্রিম, ২০৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব।’ 

পদ্মা সেতু নিয়ে গবেষণা সংস্থা সিপিডির সমালোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় ভট্টাচার্যরা সমালোচনা করেই যাচ্ছেন, ভয় দেখাচ্ছেন, নানান পরিসংখ্যান দেখাচ্ছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা শঙ্কিত অর্থনীতিবিদদের কথা শোনেন না। তাঁদের কথা শুনলে পদ্মা সেতু হতো না।’ 

তবে এ দেশের শিক্ষা খাতের আরও উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী। পরিকল্পনা প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘বিশ্বের ২৫০টি দেশের মধ্যে আমাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অথচ দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বেড়েই চলছে। আমরা দেশেই বিশেষজ্ঞ তৈরি করতে পারছি না।’

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস