চার দফা দাম বাড়ার পর মাত্র চার দিন আগে দেশের বাজারে কমেছিল স্বর্ণের দাম। তবে বাজারের খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে আবারও দাম বাড়ছে মূল্যবান এ ধাতুর। এ দফায় দাম বাড়বে সর্বোচ্চ ১ হাজার ২২৪ টাকা। নতুন দর আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস জানিয়েছে, নতুন দাম অনুযায়ী দেশের বাজারে বিক্রি হওয়া সবচেয়ে ভালো বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৮৩ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে ১ হাজার ২২৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১১৭ টাকা এবং সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ৯১৩ বাড়িয়ে ৫৬ হাজার ২০০ টাকা করা হয়েছে।
এদিকে জানা গেছে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে সোনার দাম। সবশেষ রোববার প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৬ ডলারে। এক সপ্তাহ আগেও এর দর উঠে গিয়েছিল প্রতি আউন্স ১ হাজার ৮০০ ডলারের ওপর।