হোম > অর্থনীতি

বাংলাদেশ-ইথিওপিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচলের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। গত ৩-৭ ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আইকাও এয়ার সার্ভিসেস নেগোসিয়েশন ইভেন্টে (আইসিএএন ২০২৩) এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

ইভেন্টে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশি এয়ারলাইনসের প্রতিনিধিসহ ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এতে বাংলাদেশের সঙ্গে মোট ১৩টি দেশের দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি বিষয়ক আলোচনা হয়েছে। 

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এসব তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইথিওপিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি ছাড়াও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তিসমূহের আওতায় বিমান চলাচল সংক্রান্ত বিদ্যমান সুযোগ-সুবিধাদি সম্প্রসারণের উদ্দেশ্যে কুয়েত, কাতার ও বাহরাইনের মধ্যে এগ্রিড মিনিটস, জর্ডান, আলজেরিয়া, ওমান, থাইল্যান্ড, কানাডা, উজবেকিস্তানের রেকর্ড অব ডিসকাসন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় বিমান চলাচল চুক্তি আধুনিকায়নের উদ্দেশ্যে নেদারল্যান্ডস, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে রেকর্ড অব ডিসকাসন স্বাক্ষরিত হয়েছে। আলোচনায় বিমান বাংলাদেশসহ অন্যান্য দেশীয় এয়ারলাইনসের সঙ্গে বিদেশি এয়ারলাইনসের কোড শেয়ারসহ বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইভেন্টে উপস্থিত যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিমান চলাচল সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে বেবিচক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধি দল গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ সভা করেছেন।

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই