হোম > অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটিতে এবার বাইরের বিশেষজ্ঞও রাখবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে ৭ সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি (মুদ্রানীতি) কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন—চিফ ইকোনমিস্ট, মনিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।

এর আগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট এবং অনানুষ্ঠানিক হলেও এবার মূল্যস্ফীতি বিবেচনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।

এ কমিটির লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৮ শতাংশের নিচে নামিয়ে আনা। গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬৩ হলেও তা সহনীয় মাত্রার বেশি।

জানা যায়, এই নতুন কমিটিই আগামী জানুয়ারি–জুন সময়ের মুদ্রানীতি প্রণয়ন করবে।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস