হোম > অর্থনীতি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটিতে এবার বাইরের বিশেষজ্ঞও রাখবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে ৭ সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি (মুদ্রানীতি) কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন—চিফ ইকোনমিস্ট, মনিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।

কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।

এর আগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট এবং অনানুষ্ঠানিক হলেও এবার মূল্যস্ফীতি বিবেচনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।

এ কমিটির লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৮ শতাংশের নিচে নামিয়ে আনা। গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬৩ হলেও তা সহনীয় মাত্রার বেশি।

জানা যায়, এই নতুন কমিটিই আগামী জানুয়ারি–জুন সময়ের মুদ্রানীতি প্রণয়ন করবে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস