মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আইএমএফের পরামর্শে ৭ সদস্য বিশিষ্ট মনিটারি পলিসি (মুদ্রানীতি) কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে গভর্নরসহ চারজন ও বাইরের তিনজন নিয়ে মোট সাত সদস্যের কমিটি হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এই কমিটির সভাপতি থাকবেন।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের বাকি তিনজন সদস্য হবেন—চিফ ইকোনমিস্ট, মনিটারি পলিসি বিভাগের ডেপুটি গভর্নর ও মনিটারি পলিসি বিভাগের নির্বাহী পরিচালক।
কেন্দ্রীয় ব্যাংকের বাইরে বাকি তিনজন হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ও দেশের একজন সুপরিচিত অর্থনীতিবিদ।
এর আগের কমিটি ৪ সদস্যবিশিষ্ট এবং অনানুষ্ঠানিক হলেও এবার মূল্যস্ফীতি বিবেচনায় প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে।
এ কমিটির লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে ৮ শতাংশের নিচে নামিয়ে আনা। গত মার্চ থেকে সাধারণ মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে ৯ শতাংশের ওপরে রয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৬৩ হলেও তা সহনীয় মাত্রার বেশি।
জানা যায়, এই নতুন কমিটিই আগামী জানুয়ারি–জুন সময়ের মুদ্রানীতি প্রণয়ন করবে।