হোম > অর্থনীতি

চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি অর্থবছর (২০২২-২৩) শেষে সাময়িক হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ০৩ শতাংশ। যা গত অর্থবছরের চেয়ে প্রায় এক শতাংশ কম। গত অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।

আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জিডিপির এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, চলতি অর্থবছর শেষে (২০২২-২৩) জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৬ দশমিক ০৩ শতাংশ। বছর শেষে এটা পরিবর্তন হতে পারে।

চলতি অর্থবছরের শুরুতে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। তবে অর্থ বছরের শেষ দিকে এসে আর্থিক টানা পোড়েন সংকটের কথা মাথায় রেখে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ নামিয়ে আনে সরকার। এখন তা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও কমেছে। 

গত অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ। 

এদিকে ডলারের দাম বাড়ায় দেশের মাথাপিছু আয় কমার তথ্য দিয়েছে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি বলেন, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২ হাজার ৮০০ ডলারের নিচে রয়েছে। তবে সঠিক সংখ্যাটি এখনই বলতে চাচ্ছি না। তবে টাকার অঙ্কে মাথাপিছু আয় বেড়েছে। 

২০২১ অর্থ বছরের সাময়িক হিসেবে মাথাপিছু আয় ধরা হয়েছিল ২ হাজার ৮২৪ ডলার। বছর শেষে তা কমে দাঁড়ায় দুই হাজার ৭৯৩ ডলারে। 
সাধারণত টাকার অঙ্কের মাথাপিছু আয়কে ডলারের বিনিময়ে ভাগ করে ডলারে মাথাপিছু আয় হিসাব করা হয়। বর্তমানে সরকারি হারে ডলারের দাম ১০৮ টাকা। এক বছরের যা ছিল ৮৬ টাকা।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা