হোম > অর্থনীতি

পুঁজিবাজারে তারল্য বাড়াতে নীতি সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে চলমান মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তারল্য প্রবাহ বাড়াতে নীতি সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলম। একই সঙ্গে ভালো কোম্পানির তালিকাভুক্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার পুঁজিবাজারের ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এমনটা জানিয়েছেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মাজেদা খাতুন এবং সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বৈঠকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ডেপুটি গভর্নরকে অবহিত করেন তাঁরা। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সহায়তা চান।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম জানান, খুরশীদ আলম প্রতিনিধিদের কথা শোনেন। পুঁজিবাজারে তারল্য প্রবাহ বাড়াতে শিগগিরই নীতি সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়া বাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সহায়ক ভূমিকা পালনের আশ্বাস দেন।

সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নানান ইতিবাচক পদক্ষেপের কারণে দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে, যার প্রতিফলন শিগগির পুঁজিবাজারে দেখা যাবে বলে বাংলাদেশ ব্যাংক এবং ডিবিএ দৃঢ়ভাবে বিশ্বাস করে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য ডিবিএ এবং বিএমবিএর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন ডেপুটি গভর্নর।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ