হোম > অর্থনীতি

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৫ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

এলপি গ্যাসের ভ্যাটসহ নতুন মূল্য ঘোষণা করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায় এ মাসে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাট (মূল্য সংযোজন কর)–সহ বিইআরসি ঠিক করেছিল ১ হাজার ৫১৫ টাকা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২০ টাকা।

তবে সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে চলতি মাসের জন্য বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৮ পয়সা। অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ৬৭ টাকা ২৭ পয়সা।

গত বৃহস্পতিবার শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে দেখা যায়, তফসিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। আইন অনুযায়ী, তফসিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। তফসিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে আড়াই শতাংশ ভ্যাট সাড়ে ৭ শতাংশ করে বিশেষ আদেশ জারি করে। সে হিসাবে এলপিজির ভ্যাট বেড়েছে আড়াই শতাংশ।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা