হোম > অর্থনীতি

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৫ টাকা

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

এলপি গ্যাসের ভ্যাটসহ নতুন মূল্য ঘোষণা করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায় এ মাসে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাট (মূল্য সংযোজন কর)–সহ বিইআরসি ঠিক করেছিল ১ হাজার ৫১৫ টাকা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২০ টাকা।

তবে সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে চলতি মাসের জন্য বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৮ পয়সা। অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ৬৭ টাকা ২৭ পয়সা।

গত বৃহস্পতিবার শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে দেখা যায়, তফসিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। আইন অনুযায়ী, তফসিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। তফসিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।

গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে আড়াই শতাংশ ভ্যাট সাড়ে ৭ শতাংশ করে বিশেষ আদেশ জারি করে। সে হিসাবে এলপিজির ভ্যাট বেড়েছে আড়াই শতাংশ।

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই