হোম > অর্থনীতি

পেঁয়াজ, চিনি ছাড়া সবকিছু নিয়ন্ত্রণে: বাণিজ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি

পেঁয়াজ ও চিনি ছাড়া সব জিনিসের দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ শুক্রবার সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।

বাণিজমন্ত্রী বলেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে, তারা সেটা দেখে। সব মিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনো কখনো কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহনব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’

রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ৪৫-৫০ টাকা কেজির পেঁয়াজ গতকাল বৃহস্পতিবার ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। মূল্যবৃদ্ধির চক্র থেকে রেহাই পাচ্ছে না ঢাকার বাইরের ক্রেতারাও। ভারতের সীমান্তবর্তী দিনাজপুরের হিলিতে তিন-চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২৫ টাকা।

এ প্রসঙ্গে শুক্রবার বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই-এক দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’

দুই দিন আগেই দাম না কমলে কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেবে বলে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন। এই হুঁশিয়ারিতেও বাজারে পেঁয়াজের ঝাঁজ কমছে না।

এদিকে এক বছরে দ্বিগুণ হয়ে যাওয়া চিনির দাম বাড়ছেই। এ মাসেই ১৬ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনির দাম খোলাবাজারে ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

যথারীতি ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে খোলা চিনি ১৩৫ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। প্যাকেটজাত চিনি বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা।

চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তার পরও বাজারে সেটার প্রভাব এখনো পড়েনি। 

‘আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। আশা করছি কিছু ইমপ্রুভ করবে।’

মন্ত্রী আরো বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা