হোম > অর্থনীতি

ডব্লিউটিওতে চীনা মদদপুষ্ট বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিল ভারত-দক্ষিণ আফ্রিকা

চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে কয়েক শ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।

বিশ্বের মোট ১২৫টি দেশ এই প্রকল্পের বিষয়ে ঐকমত্য পোষণ করেছিল। যা ডব্লিউটিওর মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশ। মূলত বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য, বিনিয়োগ পরিবেশ উন্নতকরণ ও সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করার কথা।

ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’

এই বিষয়ে ডব্লিউটিওর বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতীয় বা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকিন গাম্প ট্রাসের বিশ্লেষক অ্যালান ইয়ানোভিচ বলেছেন, এই দুঃখজনক পদক্ষেপ বিশ্বের গরিব দেশগুলোর উন্নতিকে বাধাগ্রস্ত করবে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস