হোম > অর্থনীতি

উত্তরবঙ্গের সঙ্গে বিমানে যুক্ত হল পর্যটন নগরী কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরবঙ্গের সঙ্গে বিমান পথে যুক্ত হয়েছে পর্যটন নগরী কক্সবাজার। আজ বৃহস্পতিবার সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার ও সৈয়দপুরের মধ্যে আকাশপথে এই সেতুবন্ধন তৈরি হয়েছে। 

বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাংসদ আসাদুজ্জামান নূর, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আবু সালেহ মোস্তফা কামাল। 

পরে ফ্লাইট চালু উপলক্ষে কক্সবাজারের হোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘আজ সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। সিলেট-কক্সবাজার রুটে আগে থেকেই বিমানের সরাসরি ফ্লাইট চালু রয়েছে। এভাবে দেশের অন্য অঞ্চলগুলোর সঙ্গেও আকাশপথে কক্সবাজারকে যুক্ত করা হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে পর্যটকেরা সরাসরি কক্সবাজার আসতে পারবেন। এ ছাড়া কক্সবাজারের মানুষও উত্তরবঙ্গের দর্শনীয় স্থান দেখতে সেখানে যাতায়াত করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আধুনিক ও তারুণ্যদীপ্ত বহরের উড়োজাহাজে ভ্রমণ করে যাত্রীরা এই সেবা গ্রহণ করবেন। 

বিমান বাংলাদেশের তথ্যমতে, আজ থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং ৯ অক্টোবর থেকে প্রতি শনিবার দুপুর ১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালিত হবে। 

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের কোম্পানি: সরকারি চুক্তির অনিশ্চয়তা বাড়াচ্ছে বিনিয়োগ ঝুঁকি

ইপিবির প্রতিবেদন: বহুমাত্রিক চাপে ডিসেম্বরে রপ্তানি আয় কমল ১৪%

তেল উৎপাদন অপরিবর্তিত রাখছে ওপেক প্লাস

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপে তেলের দাম বাড়বে নাকি কমবে

দেশে খাদ্য মজুত পাঁচ বছরে সর্বোচ্চ, চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ