হোম > অর্থনীতি

সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কেন্দ্রীয় ব্যাংকে সংবাদ সংগ্রহে বাধার মুখে পড়ছেন সাংবাদিকেরা। বিশেষ করে নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই তথ্য সরবরাহে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছেন। প্রথমদিকে গভর্নরের ভবনে সাংবাদিকদের প্রবেশ পাস বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদে সাংবাদিকেরা গভর্নরসহ অন্য কর্মকর্তাদের কর্মসূচি বয়কট করলে কেন্দ্রীয় ব্যাংক পাস বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসে। 

এরপর সাংবাদিকদের তথ্য প্রাপ্তি কঠিন করে তুলতে এবং সাংবাদিক প্রবেশ ঠেকানোর জন্য কয়েকটি বিভাগ তালাবদ্ধ রাখার নির্দেশ দেন একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর। এমনকি তিনি সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগে তিনজন নির্বাহী পরিচালককে ডেকে ভর্ৎসনা করেন। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে তথ্য শেয়ার করার অভিযোগে ব্যাংক পরিদর্শন বিভাগ, অফ-সাইট বিভাগ, ফরেক্স রিজার্ভ ও ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, নীতি ও প্রবিধি বিভাগের অন্তত ১১ জন কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে। পরিচালকদের মাধ্যমে অন্য কর্মকর্তাদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার দায়িত্ব নেওয়ার পরেই ডেপুটি গভর্নরদের ডেকে সাংবাদিকদের তথ্য দিতে মানা করেন। এ জন্য সবাই তথ্য দেবে না। আর সময় ও অবস্থার প্রেক্ষাপটে সব তথ্য প্রকাশ করা উচিত না। সাংবাদিকেরা মুখপাত্রের মাধ্যমে তথ্য পাবে।’ 
 
হঠাৎ সাংবাদিকদের ব্যাপারে কর্মকর্তাদের নোটিশ দেওয়া ও কড়াকড়ি আরোপের কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের এ মুখপাত্র বলেন, ‘দেশের কেন্দ্রীয় ব্যাংক আয়নার মতো। এ জন্য পরিস্থিত বুঝে তথ্য দিতে হয়। আর সব তথ্য সাংবাদিকদের দেওয়া ঠিক না। তবে কোনো কর্মকর্তা তথ্য দিলে গোপনীয়তা ভঙ্গ হয়। এ জন্য তাঁদের নোটিশ দেওয়া হয়েছে। এতে ভীতিকর বা স্বেচ্ছাচারিতার কিছু দেখছি না। তথ্য মুখপাত্রের মাধ্যমে নেওয়াটা উচিত।’

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা