হোম > অর্থনীতি

ডলারের বাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে অনেকটা, আইএমএফের পর্যবেক্ষণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: এএফপি

দেশে ডলার রেট বাজারভিত্তিক করার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সর্বদা তৎপর বলে জানিয়েছেন বাংলাদেশ সফরে আসা সংস্থাটির প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাজর্জিও। তিনি বলেছেন, ‘আমরা খুব কাছ থেকে ডলার রেট মনিটরিং করছি। বর্তমানে ডলারের বাজারে অনেকটা স্থিতিশীলতা ফিরে এসেছে।’

গতকাল রোববার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ক্রিস পাপাজর্জিও। ডলার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সংকটকালে ক্রলিং পেগ পদ্ধতিতে এক্সচেঞ্জ রেট পরিচালনা করেছিল। পরে তা কিছুটা বাজারের ওপর ছেড়ে দেয়। কিন্তু সম্প্রতি পুরোপুরি বাজারে ওপর ছেড়ে দিয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আন্দোলনের কারণে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে জানিয়ে আইএমএফের এই কর্মকর্তা বলেন, ‘এর একটা বড় প্রভাব পড়বে পুরো অর্থনীতিতে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতা উসকে দেবে; যা কোনোভাবে কাম্য নয়। অর্থনীতির স্বার্থে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন দ্রুত সময়ে অবসান ঘটাতে হবে।’

এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, রাজস্ব আদায়ে অনেকটা পিছিয়ে রয়েছে এনবিআর। যদি অচলাবস্থার অবসান না ঘটে, তবে লক্ষ্যমাফিক রাজস্ব আদায় করা যাবে না। এটা বাজেট বাস্তবায়নকে ঝুঁকির দিকে ঠেলে দেবে। দেশের কল্যাণে এনবিআর বিলুপ্ত করা জরুরি। তবে নতুন করে সৃষ্টি হওয়া দুই বিভাগের মধ্যে সমন্বয় লাগবে; যা রাজস্ব আদায়ে সহায়ক হবে। তখন দেশে স্থিতিশীলতা আসবে।

এনবিআরের সংস্কার-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ক্রিস পাপাজর্জিও বলেন, এনবিআরের সংস্কারের বিষয়ে বারবার তাগাদা দিয়েছে আইএমএফ। সে জন্য জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের অনুপাত বৃদ্ধি করতে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছে। করছাড় বন্ধ করতে পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনবিআরের রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে বলা হয়েছে। এনবিআরের আইন প্রণয়ন ও রাজস্ব আদায়ে পৃথক বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার সেটা করেছে; যার বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস