হোম > অর্থনীতি

আরএন স্পিনিংয়ের কার্যক্রম তদন্তে নামছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বের নাম আরএন স্পিনিং মিলস লিমিটেড) গত ৬ বছরের কার্যক্রমের বিভিন্ন বিষয় তদন্তের নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পরিদর্শন, অনুসন্ধান ও তদন্ত বিভাগের অনুসন্ধান ও তদন্ত শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

তিন সদস্যদের তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মো. সহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. আনোয়ারুল আজিম ও মো. আরিফুল ইসলাম।

বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (যা কমিশন বা বিএসইসি নামে পরিচিত) মনে করছে যে পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির (পূর্বে আরএন স্পিনিং মিলস লিমিটেড নামে পরিচিত) গত ৬ বছরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরীক্ষা করার জন্য একটি অনুসন্ধান পরিচালনা করা প্রয়োজন। অতএব, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (অধ্যাদেশ নং XVII of 1969)-এর ধারা ২১ অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে কমিশন উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশ দেওয়া করছে।

তদন্তের বিষয় উল্লেখ করে বিএসইসির আদেশে বলা হয়েছে, ২০২০-২৪ সালের মধ্যে কোম্পানির বিষয়ে নিরীক্ষকের বিরূপ মতামত বিশ্লেষণ করা; প্রতিষ্ঠানের ধারাবাহিকতা (গোয়িং কনসার্ন) সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা নিরূপণ করা; কোম্পানির অভ্যন্তরীণ ব্যক্তিরা সংস্থার একীভূতকরণ (অ্যামালগ্যামেশন) বা এই সময়কালে সম্পাদিত অন্য কোনো গুরুত্বপূর্ণ লেনদেন থেকে অন্যায় সুবিধা নিয়েছে কি না, তা নির্ধারণ করা; গত ৬ বছরে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয়াদি পরীক্ষা করা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করা।

ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিতের ব্যাখ্যা দিল বিমান

ছয় মেগা প্রকল্পের মেয়াদ আবার বাড়াচ্ছে সরকার

নিষিদ্ধ করতে চায় সরকার, আপত্তি খাতসংশ্লিষ্টদের

আড়াই লাখ ছাড়িয়ে সোনার দামে নতুন রেকর্ড

নিপ্পন পেইন্টকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সিটিজেনস ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

এমএসএমই খাতের বৈশ্বিক প্রসারে সরকারি নীতিসহায়তা ও ব্র্যান্ডিং জরুরি

কৃষি ব্যাংকে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

খালেদা জিয়ার মৃত্যুতে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির শোক

বাংলাদেশে ১০ থেকে ১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর