হোম > অর্থনীতি

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হলেন লুৎফুল হাবিব

লুৎফুল হাবিবকে ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে নিয়োগ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ব্যাংকের ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের নেতৃত্ব দেবেন তিনি। ১ জুন থেকে তিনি নতুন দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

লুৎফুল হাবিব স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন নেতৃত্বস্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন এবং উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ১৯৯৯ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন। গত ২৫ বছরে তিনি বিভিন্ন উদ্ভাবনী কৌশল গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকদের মানসম্মত অভিজ্ঞতা প্রদান, বাজারে উপস্থিতি বাড়ানো, ডিজিটাল প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা এবং খুচরা ব্যাংকিংয়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, ‘লুৎফুল হাবিবকে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি বাংলাদশে ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং ব্যবসায় দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন, যেখানে তিনি নেতৃত্ব ও প্রতিশ্রুতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাংকিং ব্যবসার প্রসারে অবদান রেখেছেন। বাংলাদেশ বিশ্বের নবম ভোক্তা অর্থনীতিতে পরিণত হওয়ার পথে তাঁর অভিজ্ঞতা বিশেষ অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।’ 

লুৎফুল হাবিব যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ