হোম > অর্থনীতি

রিজার্ভে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নতুন রেকর্ড ছুঁয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আজ বৃহস্পতিবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের স্থিতি দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। এ রিজার্ভ দিয়ে দেশের আগামী ১১ মাসেরও বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশিরা করোনাভাইরাসের মধ্যেও বাড়তি হারে রেমিট্যান্স পাঠাচ্ছেন। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের এ রেকর্ড সম্ভব হয়েছে।

অবশ্য রিজার্ভে রপ্তানি আয়েরও বড় ভূমিকা রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই–মে) বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ৩৫ দশমিক ১৮ বিলিয়ন ডলারের। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের ১১ মাসে ৩ হাজার ৯৫ কোটি ৯১ লাখ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ।

এদিকে চলতি বছরের ১ জুন প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এর আগে ৩ মে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার। আর গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৪৪ দশমিক ০২ বিলিয়ন ডলার।

আর ২০২০ সালের ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছিল ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করে।

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের