হোম > অর্থনীতি

অর্থনীতির গুরুত্বপূর্ণ চার খাতের সম্প্রসারণের গতি কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত জুনে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান কমেছে। ৬ দশমিক ১ পয়েন্ট কমে জুনে পিএমআই সূচকের মান ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ মে মাসের তুলনায় জুনে বাংলাদেশের অর্থনীতির প্রধান চারটি খাতের—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—সম্প্রসারণের গতি কমেছে। 
 
আজ রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে পিএমআই সূচক প্রকাশ করা হয়। গত মে মাস থেকে সূচকটি প্রকাশ করা হচ্ছে।

তবে পিএমআই সূচকের মান ৫০–এর ওপরে থাকার অর্থ হলো, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে সম্প্রসারণের ধারায় রয়েছে। এর আগে এপ্রিলেও অর্থনীতির প্রধান চারটি খাতের সম্প্রসারণের গতি কমেছিল। মে মাসে সেই ধারা থেকে বেরিয়ে আসে অর্থনীতি, তখন সূচকের মান ছিল ৭০ দশমিক ৯। কিন্তু জুনে আবার গতি কমে গেল। 

খাতগুলোর সম্প্রসারণের গতি হ্রাসের কারণ হিসেবে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিক জটের কারণে পণ্য পরিবহনের ব্যয় ও সময় উভয়ই বেড়েছে। সেই সঙ্গে ঈদের ছুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণেও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে এই চারটি খাতের নতুন ব্যবসা কমেছে। সরবরাহের জটিলতা বেড়েছে। সব খাতের বেলায় দেখা যাচ্ছে, উপখাতগুলোর সংকোচন হয়েছে। 

জুনে কৃষি খাতের পিএমআই সূচক ছিল ৭০ দশমিক ২, যা মে মাসে ছিল ৭৯ দশমিক ৩। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৬১ দশমিক ৭, মে মাসে ছিল ৭৬ দশমিক ৩। নির্মাণ খাতের সূচকের মান জুনে ৬৫ দশমিক, যা মে মাসে ছিল ৭৪ দশমিক ৩। আর সেবা খাতের সূচকের মান ছিল ৬৩ দশমিক ৫, যা মে মাসে ছিল ৬৪ দশমিক ৩।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত