হোম > অর্থনীতি

অর্থনীতির গুরুত্বপূর্ণ চার খাতের সম্প্রসারণের গতি কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত জুনে দেশের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান কমেছে। ৬ দশমিক ১ পয়েন্ট কমে জুনে পিএমআই সূচকের মান ছিল ৬৩ দশমিক ৯। অর্থাৎ মে মাসের তুলনায় জুনে বাংলাদেশের অর্থনীতির প্রধান চারটি খাতের—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—সম্প্রসারণের গতি কমেছে। 
 
আজ রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জের যৌথ উদ্যোগে পিএমআই সূচক প্রকাশ করা হয়। গত মে মাস থেকে সূচকটি প্রকাশ করা হচ্ছে।

তবে পিএমআই সূচকের মান ৫০–এর ওপরে থাকার অর্থ হলো, দেশের অর্থনীতি সামগ্রিকভাবে সম্প্রসারণের ধারায় রয়েছে। এর আগে এপ্রিলেও অর্থনীতির প্রধান চারটি খাতের সম্প্রসারণের গতি কমেছিল। মে মাসে সেই ধারা থেকে বেরিয়ে আসে অর্থনীতি, তখন সূচকের মান ছিল ৭০ দশমিক ৯। কিন্তু জুনে আবার গতি কমে গেল। 

খাতগুলোর সম্প্রসারণের গতি হ্রাসের কারণ হিসেবে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরে ধারাবাহিক জটের কারণে পণ্য পরিবহনের ব্যয় ও সময় উভয়ই বেড়েছে। সেই সঙ্গে ঈদের ছুটি ও প্রতিকূল আবহাওয়ার কারণেও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব পড়েছে। সামগ্রিকভাবে এই চারটি খাতের নতুন ব্যবসা কমেছে। সরবরাহের জটিলতা বেড়েছে। সব খাতের বেলায় দেখা যাচ্ছে, উপখাতগুলোর সংকোচন হয়েছে। 

জুনে কৃষি খাতের পিএমআই সূচক ছিল ৭০ দশমিক ২, যা মে মাসে ছিল ৭৯ দশমিক ৩। উৎপাদন খাতের সূচকের মান ছিল ৬১ দশমিক ৭, মে মাসে ছিল ৭৬ দশমিক ৩। নির্মাণ খাতের সূচকের মান জুনে ৬৫ দশমিক, যা মে মাসে ছিল ৭৪ দশমিক ৩। আর সেবা খাতের সূচকের মান ছিল ৬৩ দশমিক ৫, যা মে মাসে ছিল ৬৪ দশমিক ৩।

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিএসআরএম স্টিলসের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রোজার আগে কমেছে খেজুরের আমদানি শুল্ক

২০১৭ সালের পর সবচেয়ে খারাপ অবস্থানে ডলার

মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ল

রাজধানীতে শুরু হয়েছে চার দিনের আবাসন মেলা

যুব কর্মসংস্থানে ১৮৩৯ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

রমজান উপলক্ষে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক হ্রাস

বাড়ল মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতির মেয়াদ