হোম > অর্থনীতি

ব্যবসার উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যবসা গুরুত্বপূর্ণ। আর ব্যবসার উন্নয়ন চলমান রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ করতে হবে। এ বিষয়ে আগামীকাল শনিবার ব্যবসায়ী সম্মেলনে ব্যবসায়ীরা প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। সম্মেলনে ব্যবসায়ীরা তাঁদের সব দুঃখ-কষ্ট প্রকাশ করতে পারবেন বলে জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

আজ শুক্রবার এফবিসিসিআইয়ের উদ্যোগে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন’ উপলক্ষে সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন। 

মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে যেসব সমস্যা ও সম্ভাবনা রয়েছে তা নিয়ে স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে। সম্মেলনে বিদেশি ব্যবসায়ীরা, দেশের বড় বড় করপোরেট, রপ্তানিকারকসহ সবাই অংশগ্রহণ করবেন। 

তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের রপ্তানির টার্গেট রয়েছে। এই লক্ষ্য অর্জন করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মেলনে ব্যবসায়ীরা তাঁদের সব আশা-আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীর কাছে প্রকাশ করতে পারবেন। 

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ