হোম > অর্থনীতি

শস্যচুক্তির মেয়াদ শেষে মস্কোর হুমকি, বিশ্ববাজারে গমের দাম ঊর্ধ্বমুখী 

এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কৃষ্ণসাগর শস্যচুক্তি হয়। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে চুক্তির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এর মধ্য নতুন হুমকি দিয়ে বসেছে মস্কো। এরপর থেকে আন্তর্জাতিক বাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। 

মস্কো ইঙ্গিত দিয়েছে, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণসাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে, সেটির ওপর হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। খবর বিবিসির। 

এ ব্যাপারে গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগর চুক্তি ছিন্ন এবং সমুদ্রে মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই রাত ১২টা থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে; সেই সব দেশকে ইউক্রেনের পক্ষে যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। পাশাপাশি কৃষ্ণসাগরের আন্তর্জাতিক জলসীমার উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। 

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র এ বিষয়ে বলেছেন, বেসমারিক জাহাজের ওপর হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এটি তারই অংশ। 

এদিকে শস্যচুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই ইউক্রেনের ওদেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করেছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওদেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। 

এদিকে গতকাল বুধবার ইউরোপীয় স্টক এক্সচেঞ্জে গমের দাম আগের দিনের থেকে ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ২৫৩ দশমিক ৭৫ ইউরো। আর ভুট্টার দাম ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। 

যুক্তরাষ্ট্রেও গমের দাম গতকাল বুধবার ৮ দশমিক ৫ শতাংশ ঊর্ধ্বগামী হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এটিই আমেরিকায় এক দিনে গমের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু