হোম > অর্থনীতি

বিপ্রপার্টি ও রূপায়ণ গ্রুপের অংশীদারত্বের চুক্তি

বিজ্ঞপ্তি

ছবি: বিজ্ঞপ্তি

সম্প্রতি অনলাইন রিয়েল এস্টেট কোম্পানি বিপ্রপার্টি ডটকম লিমিটেড ও দেশের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ডেভেলপার রূপায়ণ গ্রুপ একটি ঐতিহাসিক অংশীদারত্বে চুক্তি সাক্ষর করেছে। এই যৌথ উদ্যোগে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি, বড় অঙ্কের বিনিয়োগ ও ভবিষ্যৎমুখী নগর উন্নয়নের লক্ষ্যমাত্রা।  

এই চুক্তির ফলে রূপায়ণ গ্রুপ বিপ্রপার্টিতে উল্লেখযোগ্য পরিমাণ মূলধন বিনিয়োগ করবে। প্রতিষ্ঠান দুটি একত্রে কাজ করবে এমন নগর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে, যেখানে সাশ্রয়ী খরচে উচ্চমানের আবাসন, আধুনিক জীবনধারা ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা থাকবে এক ছাদের নিচে।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, ‘এই বিনিয়োগ জাতীয় উন্নয়নের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি। আমরা কেবল সম্পত্তিতে বিনিয়োগ করছি না; আমরা এমন একটি স্মার্ট ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি, যেখানে আবাসনের ক্ষেত্রে আরও সুযোগ থাকবে, প্রতিটি প্রকল্পে থাকবে বৃহত্তর জাতীয় উদ্দেশ্য।’

লিয়াকত আলী খান মুকুল আরও বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা এমন একটি ভিত্তি নির্মাণ করছি, যেখানে কমিউনিটিগুলোতে থাকবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, টেকসই জীবনযাপন ও আধুনিক নগরজীবনের সব উপাদান।’

লিয়াকত আলী আরও যোগ করেন, ‘এই বিনিয়োগ রিয়েল এস্টেট খাতের সঙ্গে যুক্ত সবার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করে। সেকেন্ডারি অ্যাপার্টমেন্ট ও জমির বিক্রেতারা আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে পারবেন, দ্রুত লেনদেন করতে পারবেন এবং সহজ মূল্য নির্ধারণ সুবিধা পাবেন—যা সবকিছুই বিপ্রপার্টির প্রযুক্তি প্ল্যাটফর্ম দ্বারা পরিচালিত।’

বিপ্রপার্টির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক নসওয়ার্থি বলেন, ‘এই বিনিয়োগের ফলে বিপ্রপার্টির বিশ্বস্ত রিয়েল এস্টেট সমাধান দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টারই আরেকটি ধাপের সম্প্রসারণ। এটি শুধু আমাদের ব্যবসার জন্য নয়, বরং পুরো শিল্প ক্ষেত্রের জন্যই একটি মাইলফলক। রূপায়ণের বিনিয়োগের ফলে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব, আরও দ্রুত কাজ করতে পারব এবং নিশ্চিত করতে পারব যে প্রতিটি গ্রাহকের চাহিদা অনুযায়ী সম্পত্তি সমাধান দিতে পারব বলে আশা করছি।’

উভয় কোম্পানি ইতিমধ্যেই একসঙ্গে মেগা প্রকল্পে কাজ শুরু করেছে এবং দীর্ঘমেয়াদি একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে, যা ভূমি ব্যবহারের রূপান্তর, বাসগৃহ নির্মাণ ও জীবনের প্রকৃতি বদলে দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হবে। এই অংশীদারত্বের মূলে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক দৃঢ় মনোভাব এবং তা গঠনে এক যুগান্তকারী অংশীদারত্বের শক্তির প্রতি বিশ্বাস।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা