হোম > অর্থনীতি

বাংলাদেশে কারখানা করার পরিকল্পনা রয়্যাল এনফিল্ডের

রয়্যাল এনফিল্ড—নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো ডিজাইন আর ‘ক্ল্যাসিক লুক’। বাইকারদের স্বপ্নের মধ্যে তালিকার শীর্ষে থাকে যুক্তরাজ্যভিত্তিক এই ব্রান্ড। মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বাংলাদেশে কারখানা খোলার পরিকল্পনা করছে।   

রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি গোবিন্দরাজান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববাজারে উপস্থিতি জোরদার করার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ ও নেপালে সংযোজন কারখানা স্থাপন করা। গত অর্থ বছরে কোম্পানিটি রেকর্ড পরিমাণ রপ্তানি করেছে। 

আড়াই শ থেকে সাড়ে সাত শ সিসির রয়্যাল এনফিল্ড ৪০ টিরও বেশি দেশের সড়কে চলাচল করছে। বাজারে থাকা মোটরসাইকেলগুলোর ওপর ভর করে বাজারের পরিধি বাড়াতে নতুন পণ্যের লাইন আপ তৈরি করছে তারা। 

বি গোবিন্দরাজান পিটিআইকে বলেন, ‘আমরা মনে করি, রয়্যাল এনফিল্ডের জন্য আমরা যে সব মার্কেটে আছি সেখানে বাজারের অংশীদারত্ব আরও বেশি করে লাভ করার একটি বিশাল সম্ভাবনা রয়েছে।’

উত্তর আমেরিকায় যাত্রা শুরু করা রয়্যাল এনফিল্ড বর্তমানে মার্কেট শেয়ারের প্রায় ৮ দশমিক ১ শতাংশ নিজেদের দখলে রেখেছে। এশিয়া প্যাসেফিক অঞ্চলে যা ৯ শতাংশের কাছাকাছি। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এটি ১০ শতাংশ।

বাংলাদেশে বিপণনের জন্য ইতিমধ্যে রয়্যাল এনফিল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করেছে ইফাদ অটোস। অবশ্য সবকিছু নির্ভর করছে সিসির (ইঞ্জিন ক্ষমতা) সীমা নিয়ে বাংলাদেশের আইন। বাংলাদেশের মোটরযান আইনে ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল বাজারজাত করার সুযোগ নেই।

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ