হোম > অর্থনীতি

পেঁয়াজের আমদানি নির্ভরতা কমছে: কৃষি অধিদপ্তের মহাপরিচালক

মেহেরপুর প্রতিনিধি

দেশে আমদানি নির্ভরতা কমছে উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘চলতি মৌসুমে ১৬ লাখ টন পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আমদানি করতে হয়েছে মাত্র ৭ লাখ টন। দেশে অসময়েও প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হচ্ছে।’ 

আজ শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালীর মাঠে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ মাঠ দিবস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

সেখানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেঁয়াজের আমদানি নির্ভরতা কমাতে সারা বছর পেঁয়াজ উৎপাদনের চেষ্টা করছে সরকার। চলতি মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন-৫৩ জাতের বীজ কৃষকদের মাঝে সরবরাহ করা হয়েছিল। যা থেকে ভালো ফলন পাচ্ছে কৃষকেরা।’ 

কৃষিসচিব বলেন, ‘চলতি মৌসুমে একটু দেরিতে চাষিদের মাঝে এ জাতের পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছিল। ভবিষ্যতে জুন মাসের প্রথমেই চাষিদের মাঝে এ পেঁয়াজের বীজ বিতরণ করা হবে। যাতে কৃষকেরা ভালো দাম পায়।’ 

তিনি আরও বলেন, ‘এক কেজি পেঁয়াজ উৎপাদন করতে কৃষকদের খরচ হয় ৩৪ টাকা। ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম যাতে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে থাকে, সে চেষ্টাই করছে মন্ত্রণালয়।’ 

এ সময় তারা গ্রীষ্মকালীন নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের খেত ঘুর দেখেন তারা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদারসহ এ অঞ্চলে বেশ কয়েকটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা বাদ, বাংলাদেশসহ প্রতিবেশী দেশে সরাসরি কয়লা বেচবে ভারত

ডিসেম্বরেই ভ্যাট নিবন্ধন ১ লাখ ৩১ হাজার

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি