হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা নিউইয়র্ক আদালতে খারিজ 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ব্যাংক যে মামলা করেছিল, তা খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের সুপ্রিম কোর্ট। মামলা পরিচালনার ‘এখতিয়ার’ নেই জানিয়ে গত শুক্রবার নিউইয়র্কের আদালত এটি খারিজ করে দেন। গতকাল মঙ্গলবার ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম এনকোয়ারার ডটনেটের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। রিজার্ভ রাখা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। এই অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকে গেলে তা দ্রুত সরিয়ে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তরিত হয় ফিলিপাইনের একটি ক্যাসিনোতে। এর খুব ক্ষুদ্র একটি অংশ ফিলিপাইনের সিনেটের কাছে ফিরিয়ে দেন কিং অং নামের এক ক্যাসিনো ব্যবসায়ী।

সাইবার হ্যাকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০১৯ সালে নিউইয়র্কের আদালতে অর্থ উদ্ধারের জন্য মামলা করে বাংলাদেশ ব্যাংক। দেশে রিজার্ভ চুরির মামলাটি তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত তারা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

এদিকে রিজার্ভ চুরির পর বিভিন্ন সময়ে দেশে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত এসেছে।

বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার উদ্ধারে ২০২০ সালে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো ও ম্যানিলা বে পরিচালনাকারী ব্লুমবেরি রিসোর্ট কর্প, রিজার্ভ চুরির সঙ্গে সংশ্লিষ্ট রিজাল কমার্শিয়াল ব্যাংক কর্প (আরসিবিসি) এবং ১৮টি প্রতিষ্ঠানকে দায়ী করে নিউইয়র্কের আদালতে মামলাটি করা হয়।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান