হোম > অর্থনীতি

পুমার ২৯ শতাংশ শেয়ার কিনছে চীনের অ্যান্টা

আজকের পত্রিকা ডেস্ক­

সাংহাইয়ের হুয়াংপুয়ে একটি অ্যান্টা স্টোর। চীনের ক্রীড়াসামগ্রীর প্রতিষ্ঠান অ্যান্টা স্পোর্টস ১.৭৯ বিলিয়ন মার্কিন ডলারে জার্মানির ঐতিহ্যবাহী স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমার শেয়ার কিনবে। ছবি: এএফপি

চীনের শীর্ষ ক্রীড়া পোশাক নির্মাতা অ্যান্টা স্পোর্টস প্রোডাক্টস জার্মান ব্র্যান্ড পুমার ২৯.০৬ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে পিনো পরিবারের বিনিয়োগ প্রতিষ্ঠান আর্টেমিসের কাছ থেকে। চুক্তির মূল্য ১.৫ বিলিয়ন ইউরো (প্রায় ১.৮ বিলিয়ন ডলার)। এ লেনদেন সম্পন্ন হলে অ্যান্টাই হবে পুমার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। তবে গতকাল মঙ্গলবার কোম্পানিটি স্পষ্ট করেছে, পুমাকে পুরোপুরি অধিগ্রহণের কোনো পরিকল্পনা তাদের নেই। খবর রয়টার্সের।

প্রতি শেয়ার ৩৫ ইউরো দামে নগদ অর্থে এই শেয়ার কেনা হচ্ছে, যা পুমার আগের দিনের ক্লোজিং দামের (২১.৬৩ ইউরো) তুলনায় ৬২ শতাংশ বেশি। ঘোষণার পর পুমার শেয়ারদর তাৎক্ষণিকভাবে ১৭ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে, পরে কিছুটা কমে প্রায় ৬ শতাংশ ঊর্ধ্বমুখী থাকে।

অ্যান্টা জানিয়েছে, চীনে পুমার বিক্রি বাড়াতে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে তারা। বর্তমানে পুমার বৈশ্বিক আয়ের মাত্র ৭ শতাংশ আসে চীন থেকে, যা অ্যান্টার দৃষ্টিতে বড় সুযোগ।

হংকংয়ে তালিকাভুক্ত প্রায় ২৭.৮ বিলিয়ন ডলারের অ্যান্টা ইতিমধ্যে একাধিক পশ্চিমা স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড কিনে সফলভাবে পুনরুজ্জীবিত করেছে। তারা অ্যামের স্পোর্টসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার; যার অধীনে সালোমন, আর্ক’টেরিক্স, উইলসনসহ বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। অ্যান্টার সরাসরি মালিকানায় আছে ফিলা, জ্যাক উলফস্কিন, কোলন স্পোর্ট ও মাইয়া অ্যাকটিভ।

ব্রাজিলের কোম্পানির সহায়তায় ভারতে বিমান তৈরি করবে আদানি গ্রুপ

ব্যবসায়ীদের কথা শুনছে না সরকার

একক স্টক এক্সচেঞ্জ গঠনের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের

বেশি দামে কিনে কমে বিক্রি করে, দেউলিয়া হতে বসেছে পিডিবি

৬ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, ৩টি পাচ্ছে বাড়তি সময়

১ ফেব্রুয়ারি থেকে পাটকল বন্ধের হুমকি, উপদেষ্টাকে চিঠি

রমজানের আগে ভোজ্যতেল-ডাল কিনছে সরকার

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পারস্পরিক শুল্কে ‘কিছুটা ছাড়ের’ আশা, ঘোষণা আসছে শিগগির

সোনার দাম তো বাড়ছেই, তবে রুপা যেন ‘ট্রাম্পকার্ড’

ইসলামী ব্যাংক পর্ষদের সঙ্গে শরিয়াহ সুপারভাইজরি কমিটির মতবিনিময়