হোম > অর্থনীতি

তেজি ডলারের চাপে সোনার দর

ডলারের অবস্থান জোরালো হওয়ায় বিশ্ববাজারে আজ সোমবার সোনার দাম কমেছে। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা এই হলুদ ধাতুকে আরও চাপে রেখেছে।

গত সপ্তাহে ১ দশমিক ৬ শতাংশ বাড়ার পর সোমবার স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৬ শতাংশ দাম কমে ১ হাজার ৭৯১ ডলারে নেমেছ। আর ফিউচার মার্কেটে সোনার দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮০৭ ডলারে অবস্থান করছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর বিপরীতে দশমিক ২ শতাংশ দাম বৃদ্ধিতে ডলার আগের ক্ষতি পুষিয়ে ওঠার পর অন্য মুদ্রা দিয়ে সোনা কেনা আরও ব্যয়বহুল হয়েছে। এসিওয়াই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ক্লিফোর্ড বেনেট বলেন, ‘দাম আবারও ২ হাজার ডলারের দিকে ওঠার আগে এক বা দুই সপ্তাহ সোনার অবস্থান কিছুটা সংহত থাকবে বলেই মনে হয়। আবাসন খাতের ক্ষতি পুষিয়ে নিতে এ সময় কেউ কেউ সোনা থেকে লাভ করতেও চাইবেন।’

এর মধ্যে সোনার দর ১ হাজার ৭৬০ ডলারে নামতে পারে, যা দীর্ঘ মেয়াদি ক্রয়ের চমৎকার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন ক্লিফোর্ড বেনেট। এদিকে রিচমন্ড ফেড ব্যাংকের প্রেসিডেন্ট থমাস বারকিন শুক্রবার বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার আরও বাড়াতে চান তিনি। সুদের হার নিয়ে আরও জানতে আসছে বুধবার মুদ্রানীতির সর্বশেষ বৈঠকের ওপর নজর থাকবে বিনিয়োগকারীদের।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস