হোম > অর্থনীতি

তেজি ডলারের চাপে সোনার দর

ডলারের অবস্থান জোরালো হওয়ায় বিশ্ববাজারে আজ সোমবার সোনার দাম কমেছে। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুদের হার বাড়ানোর প্রত্যাশা এই হলুদ ধাতুকে আরও চাপে রেখেছে।

গত সপ্তাহে ১ দশমিক ৬ শতাংশ বাড়ার পর সোমবার স্পট মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৬ শতাংশ দাম কমে ১ হাজার ৭৯১ ডলারে নেমেছ। আর ফিউচার মার্কেটে সোনার দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৮০৭ ডলারে অবস্থান করছিল।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর বিপরীতে দশমিক ২ শতাংশ দাম বৃদ্ধিতে ডলার আগের ক্ষতি পুষিয়ে ওঠার পর অন্য মুদ্রা দিয়ে সোনা কেনা আরও ব্যয়বহুল হয়েছে। এসিওয়াই সিকিউরিটিজের প্রধান অর্থনীতিবিদ ক্লিফোর্ড বেনেট বলেন, ‘দাম আবারও ২ হাজার ডলারের দিকে ওঠার আগে এক বা দুই সপ্তাহ সোনার অবস্থান কিছুটা সংহত থাকবে বলেই মনে হয়। আবাসন খাতের ক্ষতি পুষিয়ে নিতে এ সময় কেউ কেউ সোনা থেকে লাভ করতেও চাইবেন।’

এর মধ্যে সোনার দর ১ হাজার ৭৬০ ডলারে নামতে পারে, যা দীর্ঘ মেয়াদি ক্রয়ের চমৎকার সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন ক্লিফোর্ড বেনেট। এদিকে রিচমন্ড ফেড ব্যাংকের প্রেসিডেন্ট থমাস বারকিন শুক্রবার বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদের হার আরও বাড়াতে চান তিনি। সুদের হার নিয়ে আরও জানতে আসছে বুধবার মুদ্রানীতির সর্বশেষ বৈঠকের ওপর নজর থাকবে বিনিয়োগকারীদের।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল