হোম > অর্থনীতি

আতঙ্ক কেটে উত্থানে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন ঠেকাতে ইন্টারনেটের গতি কমানোয় বুধবারে বড় দরপতনের ধাক্কা সামলে নিয়েছে পুঁজিবাজার। গতকাল বৃহস্পতিবার আতঙ্ক কাটতে দেখা গেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে সূচকের বড় উত্থান ও লেনদেন বেড়েছে।

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির পর বুধবার পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। মোবাইল ইন্টারনেট না থাকা, সব বাসাবাড়িতে ব্রডব্যান্ড সংযোগ না থাকা এবং থাকলেও সচল না থাকায় বিনিয়োগকারীরা শেয়ারদরের উত্থান-পতন দেখে ক্রয় বা বিক্রয়ের আদেশ দেওয়ার সুযোগ পাননি। এতে বড় পতনের সঙ্গে দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

বাজারে ক্রেতার চাপ বাড়ায় অল্প সময়ের মধ্যেই দাম বাড়ার তালিকায় চলে আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। সময় গড়ানোর সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়।

এতে দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৮৬টির, কমেছে ৬৬টির এবং ৪০টি অপরিবর্তিত ছিল। এতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

তবে আগের দিনের মতো বৃহস্পতিবারও মোবাইল অ্যাপ ব্যবহার করে বিনিয়োগকারীরা লেনদেন করতে পারেননি। একই সঙ্গে ইন্টারনেটেও ধীরগতি। এর মাঝেও ডিএসইতে হাতবদল হয়েছে ৪৯৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসে ছিল ১৫৯ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৭ কোটি ৯৭ লাখ টাকা।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ইন্টারনেটের সমস্যা থাকলেও বুধবারের চেয়ে বৃহস্পতিবার পরিস্থিতি ভালো ছিল।

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার

সংকট কাটাতে বাকিতে এলপিজি আমদানির সুযোগ

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

ভোটের আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন ড. ইউনূস