হোম > অর্থনীতি

সোনার দাম আবার বাড়ল, ভরি ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা

ফাইল ছবি

দেশের সোনার বাজারে এক দিনের ব্যবধানে বড় পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। নতুন মূল্যহার আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ককৃত সোনার প্রতি ভরি এখন ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা, যা আগের তুলনায় ৮৫৭ টাকা বেশি। প্রতি গ্রামে হিসাব করলে ২২ ক্যারেট সোনার নতুন দাম ১১ হাজার ৮৯২ টাকা, যা ৭৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, যা আগের চেয়ে ৮০০ টাকা বেশি। ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ২১ ক্যারেটের প্রতি গ্রামের দাম হয়েছে ১১ হাজার ৩৫১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ১ লাখ ১৩ হাজার ৪৯০ টাকা, যা আগের চেয়ে ৭১৫ টাকা বেশি। প্রতি গ্রামে এই ক্যারেটের দাম বেড়ে হয়েছে ৯,৭৩০ টাকা, যা আগের তুলনায় ৬০ টাকা বেশি।

সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম হয়েছে ৯৩ হাজার ১৬০ টাকা এবং প্রতি গ্রামে ৭,৯৮৭ টাকা, যা যথাক্রমে ৫০৮ ও ৫০ টাকা বেশি।

রূপার ক্ষেত্রেও মূল্য বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রূপার দাম বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৭ টাকা। ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা হয়েছে। সনাতন পদ্ধতিতে প্রতি ভরির রূপার দাম এখন ১ হাজার ৫৮৬ টাকা।

আন্তর্জাতিক বাজারে সোনার মূল্যবৃদ্ধি এবং টাকার মানের পতনই এ মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে বাজুস জানিয়েছে। ঘোষিত মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল