হোম > অর্থনীতি

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা ছয় কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে ৬ হাজার ৬১৭ পয়েন্টে নেমেছে। এ ছাড়া ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। 

ডিএসইতে মঙ্গলবার ২ হাজার ৮৪০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ২ হাজার ৯৩৯ কোটি ৪৫ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৯৯ কোটি ৩৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২২৩ টির, বেড়েছে ১৩৭ টির এবং ১৫ টির দাম অপরিবর্তিত ছিল।

ডিএসইতে লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, অ্যাপোল ইস্পাত, ইসলামিক ফাইন্যান্স, মালেক স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, এমএল ডাইং ও জিপিএইচ ইস্পাত।

মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০২ কোটি ৭ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেনকৃত ৩৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৭৬ টির, বেড়েছে ১৩১ টির এবং ২৩ টির দাম অপরিবর্তিত ছিল। 

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস