অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চোখে বাংলাদেশ ভালো করছে। সংস্থাটির দেওয়া প্রায় সব লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ করেছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের সঙ্গে সাক্ষৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে সামনের মার্চে আইএমএফের মিশন বাংলাদেশে আসবে। ওরা দেখবে আমরা ঠিকভাবে সব কিছু করছি কি না। পরীক্ষায় পাশ করলে আমরা কিস্তির টাকা পাব।’
বিনিময় হার বাজারভিত্তিক করার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আপাতত ক্রলিং পেগনীতি অনুসারেই বিনিময়হার নির্ধারিত হবে।’
দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে বাংলাদেশের কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি।’
অর্থমন্ত্রী আরো বলেন, দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এটি হতেই পারে। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূতকরণ হয়ে থাকে।