হোম > সারা দেশ > টাঙ্গাইল

বিজয়ের মাসে আসছে ‘লাল সবুজের বাংলাদেশ’

টাঙ্গাইল প্রতিনিধি

এক ঝাঁক তরুণ কণ্ঠশিল্পীর কণ্ঠে বিজয়ের মাসে আসছে একটি দেশাত্মবোধক গান। ‘লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামের এই মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, মোহাম্মদ মিলন, দ্বীন ইসলাম, ইলিয়াস হোসাইন ও আহমেদ সজীব। 

বেশ কিছু জনপ্রিয় গানের গীতিকার নুর মোহাম্মদ রিপন ও সুরকার আহমেদ সজীবের সুরে গানটি এরই মধ্যে এলাকায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। চলতি মাসেই গানটির ওপর ভিডিওচিত্র নির্মাণ শুরু হবে। 

নুর মোহাম্মদ রিপন ও আহমেদ সজীবের বাড়ি টাঙ্গাইলে। গীতিকার রিপন ব্যবসার পাশাপাশি ছোটবেলা থেকেই কবিতা, গান লেখার চর্চা করছেন। অন্যদিকে সংগীতের ওপর সজীবের প্রাতিষ্ঠানিক শিক্ষাও রয়েছে। ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতায় একাধারে কথা, সুর ও কণ্ঠে অনেক স্বনামধন্য কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকারকে পেছনে ফেলে শীর্ষ ৩০ জনে স্থান করে নিয়েছেন সজীব। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুলসহ কয়েকজন তারকা সংগীত বিশেষজ্ঞরা। 

‘লাল সবুজের বাংলাদেশ’ গানটি সম্পর্কে গীতিকার নূর মোহাম্মদ রিপন বলেন, ‘আমার শতাধিক গান বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। এসব গানের অধিকাংশই সুর দিয়েছেন আহমেদ সজীব। অনেক দিনের ইচ্ছা ছিল দেশের জন্য চমৎকার একটি গান লেখার। আমি আমার দেশের প্রতি ভালোবাসা, আবেগের জায়গা থেকেই গানটি লেখার চেষ্টা করেছি। আশা করছি গানটি দেশের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’ 

গানটি সম্পর্কে সুরকার ও সংগীত পরিচালক আহমেদ সজীব বলেন, আমি প্রায় চার শতাধিক গান নিয়ে কাজ করেছি। এসব গানের অনেকগুলোতে আমি নিজেই কণ্ঠ দিয়েছি। গত ঈদুল ফিতরে আমার সুর ও সংগীতে ডি আই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ‘এল খুশির ঈদ’ শিরোনামে একটি গান প্রকাশ পায়। গানটিতে কণ্ঠ দিয়েছিলেন একঝাঁক তারকা কণ্ঠশিল্পী। ওই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় ডি আই এন্টারটেইনমেন্ট এর কর্ণধার কণ্ঠশিল্পী দ্বীন ইসলাম আমাকে একটি দেশের গান তৈরির কথা বলেন। দেশাত্মবোধক এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। নূর মোহাম্মদ রিপন ভাই বরাবরের মতো এ গানটিও দুর্দান্ত লিখেছেন। শিল্পীরাও চমৎকার গেয়েছেন। আশা করি গানটি সবার কাছেই নতুন আমেজ সৃষ্টি করবে। এ মাসেই গানটির ওপর ভিডিও চিত্র নির্মাণের কাজ শুরু হবে। ১৬ ডিসেম্বরের আগে গানটি রিলিজ হবে। 

আহমেদ সজীব বলেন, এই গানটির পরেই আসছে আরেকটি নতুন ও ব্যতিক্রমী চমক। বাংলাদেশ ট্রাফিক পুলিশদের নিয়ে করা এই গানটি হবে ‘বাংলাদেশ ট্রাফিক পুলিশ থিম সং’। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন পুলিশ সার্জেন্ট ও জনপ্রিয় কণ্ঠশিল্পী দ্বীন ইসলাম। এই গানটির কথা লিখেছেন নুর মোহাম্মদ রিপন। আশা করি, আমার সুর ও সংগীতে ভিন্ন আমেজের এই গানটিও সবার ভালো লাগবে। 

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত