হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার রাত ৮টায় জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

বরখাস্ত হওয়া ইব্রাহীম খলিল উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালে জনৈক ব্যক্তি আদালতে ৪ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে ইব্রাহিম খলিলের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আদালত ইব্রাহিম খলিলকে তিন মাসের সাজা দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে ৪ লাখ ৪০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলেও আদালত আদেশ দেন। 

পরে গতকাল রোববার বিকেলে সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গান্দিনাপাড়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে ওই দিন সন্ধ্যায় তাঁকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়। 

সখীপুর থানার উপপরিদর্শক মনিরুজ্জামান (এসআই) বলেন, চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। 

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ায় প্রধান শিক্ষক ইব্রাহীম খলিলকে চলতি দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার আরোহী মা-ছেলে নিহত

সখীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, দুই স্কুলছাত্রসহ নিহত ৩

মধুপুরে পরিবহনের ধাক্কায় পথচারী নিহত

১৫ বছর পর চালু হলো টাঙ্গাইলের সোনালিয়া করটিয়া রেলস্টেশন

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত