হোম > সারা দেশ > টাঙ্গাইল

মসজিদের মাইকে বিএনপি নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার আহ্বান

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাদের গ্রেপ্তারে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার উপজেলার গাড়াইলে এ ঘটনা ঘটে। এ সময় মাইক থেকে বারবার এলাকাবাসীকে জমায়েত হওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, আজ (মঙ্গলবার) সকালে মির্জাপুর পৌর এলাকার গাড়াইলে বিএনপির কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে পুলিশ যায়। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই এলাকার বংশাই সেলুঘাটা জামে মসজিদের মাইক থেকে পুলিশকে বাধা দিতে দলীয় নেতা-কর্মী ও এলাকাবাসীকে আহ্বান জানানো হয়। পুলিশ ওই বাসভবন থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীরা জমায়েত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা গত শনিবার উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার সৃষ্টি করেন। পরে তাঁদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বংশাই সেলুঘাট জামে মসজিদ কমিটির সভাপতি কাইয়ূম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘মসজিদের মাইকের চাবি মোয়াজ্জিন ওমর ফারুকের কাছে থাকে। মসজিদের মাইকে পুলিশের বিরুদ্ধে কে বা কারা ডাকাডাকি করেছে তা আমার জানা নেই।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই বাস ভবন থেকে তিনজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন। এ ছাড়া মসজিদের মাইক ব্যবহার করে পুলিশকে প্রতিহতের ঘোষণা দেওয়ার বিষয়ে মসজিদ কমিটিকে ডাকা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

জমি নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ একজন

হাদি হত্যাকাণ্ডের পেছনে নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে: জামায়াত নেতা

টাঙ্গাইলে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত

পরকীয়ার অপবাদ দিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, কৌশলে পালিয়ে রক্ষা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলন, পাঁচজনকে জরিমানা

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ভূঞাপুরে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সখীপুরে অবৈধভাবে মাটি কাটায় এক মাসের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, যুবদলের দুই নেতা নিহত

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা