সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাদের হামলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা পণ্ড হয়ে গেছে। ধাওয়া পাল্টা ধাওয়া ছাড়াও ভাঙচুর করা হয়েছে সভাস্থলের চেয়ার, টেবিল ও জানালার গ্লাস।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি শান্ত করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর সভা পণ্ড হয়ে যায়।
পুলিশ, এলাকাবাসী ও দলের নেতা–কর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভার আয়োজন করে। বিকেল ৫টার দিকে আলোচনা সভা চলাকালে ছাত্রদলের পদ বঞ্চিত নেতা নিজাম আহমেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী সভাস্থলে হামলা চালিয়ে চেয়ার, টেবিল ও কমিউনিটি সেন্টারের গ্লাস ভাঙচুর করে।
ছাত্রদলের পদ বঞ্চিত নেতা পৌর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদ প্রত্যাশী নিজাম আহমেদ বলেন, ছাত্রদলের ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে কিছু সুবিধাবাদীদের নিয়ে যে পকেট কমিটি গঠন করা হয়েছিল সে কমিটি গত চার মাসে একটি পরিচিতি সভাও করতে পারেনি। প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় তাঁদের দেখে ক্ষুব্ধ নেতা–কর্মীরা প্রতিবাদ করলে তারা সভা থেকে পালিয়ে যায়। এ সময় কিছু চেয়ার-টেবিল ভাঙচুর হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ বলেন, পদ বঞ্চিত নেতা–কর্মীরা আমাদের কিছু বলেনি। হঠাৎ করে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে সভা পণ্ড করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সভা পণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছে।