হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নিখোঁজ ব্যক্তির লাশ ভারত থেকে উদ্ধার

সিলেট প্রতিনিধি

মো. আব্দুল মালিক। ছবি: সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজ মো. আব্দুল মালিক (৪২) নামের এক ব্যক্তির লাশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ। গতকাল শনিবার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে লাশটি হস্তান্তর করা হয়।

মো. আব্দুল মালিক উপজেলার মৌলভীরচক গ্রামের বাসিন্দা মো. ইব্রাহিম আলীর ছেলে।

জানা যায়, ৮ জুলাই সকালে আব্দুল মালিক উপজেলার ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর ১৫ জুলাই দিবাগত রাতে জকিগঞ্জ সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের বিপরীত পাশে কুশিয়ারা নদীর ভারতীয় অংশে একটি লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতের করিমগঞ্জে বসবাস করা আব্দুল মালিকের আত্মীয়স্বজনেরা লাশটি শনাক্ত করে।

পুলিশ জানায়, আব্দুল মালিক প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াত করতেন। স্থানীয়দের ধারণা, স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি নিখোঁজ হন এবং পরে মৃত্যুবরণ করেন।

জানতে চাইলে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, ভারতের আসামের করিমগঞ্জ থানা-পুলিশ কুশিয়ারা নদীর ভারতীয় অংশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে ভারতের করিমগঞ্জে বসবাসরত আব্দুল মালিকের আত্মীয়স্বজন লাশটি শনাক্ত করে।

লাশ শনাক্তের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে গতকাল রাতে কাস্টমঘাট সীমান্ত পয়েন্ট দিয়ে লাশটি হস্তান্তর করা হয়। আজ তা নিহত ব্যক্তির স্ত্রী নাছিমা বেগম ও ভাই ওয়াহিদুর রহমানের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা