হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির বিক্ষোভ ও পদযাত্রা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ অন্তত ১০ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। অপর দিকে পুলিশের ছোড়া গুলি ও টিয়ারশেলে অন্তত ১৫ জন বিএনপি নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে দাবি করেন, বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সরেজমিন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, আজ বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়। পদযাত্রার শেষ দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সঙ্গে বাগ্‌বিতণ্ডা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ব্যাপক ইট-পাটকেল ছুড়তে থাকে। অপর দিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও মুহুর্মুহু গুলি ছুড়ে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা টিয়ালশেল থেকে বাঁচতে সড়কে আগুন জ্বালান। 

এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ অনন্ত ১০ জন পুলিশ আহত হতে দেখা যায়। তাঁদের হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বিএনপি নেতারা জানান, তাঁদের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা