হোম > সারা দেশ > হবিগঞ্জ

ঢাকা-সিলেট মহাসড়কে অপরিকল্পিত নির্মাণে মাধবপুরের কয়েকটি এলাকা প্লাবিত

হবিগঞ্জ প্রতিনিধি

মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর, তেমুনিয়া ও বিশ্বরোড এলাকার এলজিইডির প্রধান সড়ক পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে। ট্রান্সকম কোম্পানির মেইন সড়ক এবং তেমুনিয়া বিশ্বরোড থেকে চুনারুঘাটগামী সড়ক পানিতে ডুবে গেছে।

জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির প্রবল তোড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া আন্দিউড়া ইউনিয়নের কয়েকটি অংশ এবং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর এলাকাও পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-সিলেট মহাসড়কে নতুন নির্মাণকাজে অপরিকল্পিতভাবে মাটি ও বালি ফেলা হচ্ছে, যার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নাজিরপুর, তেমুনিয়া, শ্যামপুর, বিশ্বরোডসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকাগুলো চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সমস্যার স্থায়ী সমাধানে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।’

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা