সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৃথক দুটি স্থানে তাদের মরদেহ পাওয়া যায়। পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার দক্ষিণকুল থেকে মেরাজুল ইসলাম (১২) ও চর নামক স্থান থেকে খাইরুল ইসলামের (৭) মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিচারচর গ্রামের বাসিন্দা সবজি ব্যবসায়ী মুস্তফা মিয়ার ছেলে তারা।
গত মঙ্গলবার যাদুকাটা নদীর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি পরিবার।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, পানিতে পড়ে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা সহযোগিতা করা হবে।