হোম > অপরাধ > সিলেট

হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে যাওয়া সেই স্বামী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়া খোকন মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে দাউদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম। 

গ্রেপ্তার খোকন মিয়া মোগলাবাজার থানার দাউদপুর এলাকার তিরাশি গ্রামের লাল মিয়ার ছেলে। 

এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি জানান, নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পুরো বিষয়টি পরিষ্কার হবে রুমী আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে। 

ওসি জানান, খোকনের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ করেছেন নিহত রুমী বেগমের ভাই। তবে অভিযুক্তের পরিবারের দাবি আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ। পুলিশ ঘটনাটির রহস্য অনুসন্ধানে কাজ শুরু করেছে। 

এ ঘটনায় নিহত রুমী বেগমের ভাই জুনেদ মিয়ার অভিযোগ তাঁর বোনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, বিয়ের পর থেকেই খোকন বিভিন্ন সময় যৌতুক দাবি করে আমার বোনকে নির্যাতন করতেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে বুধবার সকালে আমার বোন মাকে ফোন করে শ্বশুর বাড়ি থেকে নিয়ে যেতে বলেন। অথচ বিকেলে আমার বোনের স্বামী খোকন মিয়া ফোন করে জানান, রুমী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তাঁরা রুমীকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। 

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে খোকন তার স্ত্রী রুমী বেগমকে (২১) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুমীকে মৃত ঘোষণা করেন। এরপরই হাসপাতাল থেকে উধাও হয়ে যান খোকন। খোকনের সঙ্গে আসা তার ভাইকেও খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে। 

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার