সিলেট: সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮৮ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া আজ সোমবার জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে চার জন সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩২০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৬ জন।
বর্তমানে সিলেট বিভাগের চার জেলায় ২৬৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।