সিলেট নগরীর উপশহরের আই ব্লকের খেলার মাঠে আয়োজিত মেলা দ্রুত বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আজ শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে উপশহরের সর্বস্তরের খেলোয়াড়দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপশহরের একমাত্র খেলার মাঠটিতে মেলার আয়োজন করা হয়েছে। এতে আমরা হতবাক। মাঠের পরিবেশও নষ্ট করা হয়েছে। সেই সঙ্গে খোঁড়াখুঁড়ি করে মাঠটি খেলাধুলার অনুপযুক্ত করে ফেলা হয়েছে। যে মাঠটিতে নিয়মিত খেলাধুলা, হাঁটা, শরীর চর্চার জন্য সব পর্যায়ের শিশু-কিশোরসহ এলাকার জনসাধারণ ব্যবহার করতেন। সেই মাঠটিতে এ ধরনের মেলা আয়োজনের কারণে খেলাধুলাসহ সব বন্ধ হয়ে গেছে। ফলে এলাকার শিশু-কিশোরসহ সবাই হতাশ।
বক্তারা বলেন, অতীতে এই মাঠে মেলা না করার জন্য আন্দোলন করে কোনো লাভ হয়নি। আয়োজকেরা স্থানীয় কাউন্সিলরসহ অনেকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা করেছেন। এই মাঠে অনুষ্ঠিত মেলার সময় আর যাতে না বাড়ানো না হয় ও ভবিষ্যতে খেলার মাঠে মেলার আয়োজন না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা।
গত মার্চ মাস থেকে উপশহরের একাডেমি খেলার মাঠে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি নামের একটি সংগঠন ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলার জন্য মাঠটি ব্যবহার করে আসছে। করোনার কারণে এত দিন মেলার আয়োজন না করা গেলেও অক্টোবরের শেষ দিকে মেলা শুরু হয়।