সিলেট বিভাগে এক দিনে করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে রেকর্ড ৮০২ জন শনাক্ত হন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ৩ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ পর্যন্ত বিভাগে মোট মৃতের সংখ্যা ৬৮৪। তাঁদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ৫৩৮, সুনামগঞ্জের ৪৯, হবিগঞ্জের ৩০, মৌলভীবাজারের ৫৯ ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৩৯ হাজার ১১৬। এর মধ্যে সিলেট জেলায় ২১ হাজার ৫২৫, সুনামগঞ্জের ৪ হাজার ৫৭৩, হবিগঞ্জের ৪ হাজার ৪৫১, মৌলভীবাজারের ৫ হাজার ৩৬১ ও সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২০৩ জন রয়েছেন।
নতুন করে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগীর ৪১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া সুনামগঞ্জ জেলার ১২১, হবিগঞ্জের ৫১ ও মৌলভীবাজার জেলার ১৬৬ জন রয়েছেন। অপরদিকে, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০২ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৭৩, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪১৩ জন।
সিলেটের চার জেলায় র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ২১৭ জন করোনা রোগী শনাক্ত হন। তাঁদের মধ্যে সিলেটের ১৪, সুনামগঞ্জের ৮৮, হবিগঞ্জের ৫১ ও মৌলভীবাজারের ৬৪ জন রয়েছেন।