কানাইঘাট সদর ইউপির চাউরা পূর্ব গ্রামে বিদ্যুতায়িত হয়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে চাউরা পূর্ব গ্রামের বাসিন্দা মাওলানা ফখরউদ্দিন (৫৫) এবং তাঁর নাতি আরিফুল ইসলাম (৯) মৃত্যুবরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০টায় বৈদ্যুতিক মেইন লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে যায়। লাইন মেরামতের জন্য মাওলানা ফখরউদ্দিন কানাইঘাট পল্লি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও লাইন মেরামতে জন্য কোন লোক আসেনি।
পরে দুপুর ১টার দিকে চাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতায়িত হয়। নাতিকে বাঁচাতে দাদা এগিয়ে আসলে ঘটনাস্থলেই দাদা নাতির মৃত্যু হয়।
এ ঘটনার পর বিকেল ৫টায় এলাকাবাসী কানাইঘাট পল্লিবিদ্যুৎ অফিস ঘেরাও করে। পরে কানাইঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাউরা গ্রামে বিদ্যুতায়িত হয়ে দাদা নাতি নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।