হোম > সারা দেশ > সিলেট

সিলেটের ১৫ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত 

সিলেট প্রতিনিধি

সিলেটে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই দিন সিলেটের ৩ উপজেলার ১৫টি ইউনিয়নে হবে ভোটগ্রহণ। তাই চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার রাতে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, গতকাল রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। 

মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপিতে ওবায়দুল্লাহ ইসহাক, হাটখোলা ইউপিতে মো. মোশাইদ আলী, মোগলগাও ইউপিতে মো. হিরন মিয়া, কান্দিগাও ইউপিতে মো. নিজাম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

বালাগঞ্জ উপজেলার সদর ইউপিতে জুনেদ মিয়া, পুর্বপৈলনপুর ইউপিতে মো. শিহাব উদ্দিন, বোয়াজুগ ইউপিতে আনহার মিয়া, দেওয়ান বাজার ইউপিতে ছহুল আব্দুল মুমিন, পশ্চিম গৌরীপুর হাজি মো. আমিরুল ইসলাম মধু ও পূর্ব গোরীপুর ইউপিতে হিমাংশু রঞ্জন দাসকে দেওয়া হয়েছে নৌকা প্রতীক। 

এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামপুর ইউপিতে মো. মুল্লুক হোসেন, তেলীখাল ইউপিতে নুর মিয়া, ইছাকলস ইউপিতে এখলাছুর রহমান, উত্তর রনি খাই ইউপিতে মো. ফয়জুর রহমান ও দক্ষিণ রনিখাই ইউপিতে মো. ইকবাল হোসেন ইমাদকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। 

গত ২৯ সেপ্টেম্বর সিলেটসহ সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। 

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর। আপিল নিষ্পত্তি করতে পারবে ২৪ ও ২৫ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর ও প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত