হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে সিএনজি অটোরিকশাগুলো চলছে রান্নার গ্যাসে

প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সদর উপজেলায় সিএনজি অটোরিকশাগুলোতে ব্যবহার করা হচ্ছে রান্নার গ্যাস। সিএনজির চেয়ে দাম বেশি হওয়া সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন চালকরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট-ডলুরা ও হালুয়ারঘাট-হাসাউড়া জেলার বিশম্ভরপুর উপজেলার ফতেপুর থেকে আনোয়ার পর্যন্ত বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে এলপিজি।

সিলিন্ডার থেকে প্লাস্টিকের নল দিয়ে বিশেষ কায়দায় গ্যাস ইঞ্জিনের নজেলে সরবরাহ করা হয়। ঝুঁকি জেনেও কাজটি করছেন এই রুটের চালক ও মালিকরা।

অটোরিকশার চালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকটা বাধ্য হয়েই তারা এলপিজি গ্যাস ব্যবহার করছেন। বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলার বৃহৎ তিনটি ইউনিয়ন সুরমা, জাহাঙ্গীরনগন ও রঙ্গারচর–এর প্রায় দেড় লাখ মানুষের জেলা সদরে যাতায়াতের কোনো রাস্তা নেই। এখানে সুরমা নদীতে সেতু না থাকায় তারা সরাসরি জেলা সদরে যেতে পারেন না। সিএনজি ভরার জন্য অটোরিকশাগুলোও ওপারে যেতে পারছে না। ফলে সিএনজির চেয়ে দাম বেশি হলেও হাতের কাছে সহজ বিকল্প হিসেবে এলপিজিকেই বেছে নিয়েছেন অটোরিকশা মালিকরা।

এদিকে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অটোরিকশায় এলপিজি ব্যবহারে ঝুঁকি দেখছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে সুনামগঞ্জ বিআরটিএর পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশায় এলপিজি গ্যাস ব্যবহারের কথা আমি অনেকের কাছে শুনেছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠক করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরিয়ার।

ইউএনও বলেন, গাড়িতে এলপিজি গ্যাস ব্যবহারের অনুমতি নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমরা সংশ্লিষ্টদের সাথে নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত