হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ও সকাল ১২টার দিকে পৃথক সময়ে এ দুর্ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের সত্তর মিয়ার ছেলে রাহুল তালুকদার (২৯) ও একই উপজেলার শরিফাবাদ গ্রামের পারুক মিয়া। তার বয়স ১৪ মাস। 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধু একটি প্রাইভেটকার নিয়ে বানিয়াচং উপজেলার কালারডুবা এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে পানির নিচে তলিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে রাহুল তালুকদারকে মৃত ঘোষণা করে চিকিৎসক। 

এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছে পান্না আক্তার ও সোনিয়া আক্তার নামে আরও দুই কিশোরী। এর মধ্যে পান্নাকে সিলেট ও সোনিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে, সকালে বাড়ির উঠানে মাইক্রোবাস ঘুরাচ্ছিলেন আলমগীর। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক এলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত