হোম > সারা দেশ > সিলেট

ছাদ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটে বাড়ির ছাদ থেকে দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। 

মৃতরা হলেন মজুমদারির কোনাপাড়া এলাকার মৃত কলিম উল্লাহর মেয়ে রানী বেগম (৩৩) ও ফাতেমা বেগম (২৭)। 

জানা যায়, আজ সকালে সিলেট নগরীর মজুমদারির কোনাপাড়া এলাকার ৩১ নম্বর বাড়ি থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাঁরা চার বোন ও দুই ভাই। তাঁদের মধ্যে দুই বোনের বিয়ে হয়েছে। বাবা মারা যাওয়ায় মৃত দুই বোন তাঁদের দুই ভাইয়ের সঙ্গে থাকতেন। 

এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেন, আজ সকালে রানী ও ফাতেমার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওয়ার্ড কাউন্সিলর আরও বলেন, নিহত দুই বোনের মধ্যে রানী নবম শ্রেণি পর্যন্ত এবং ফাতেমা মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছেন। তাঁদের মধ্যে প্রায় সময় পারিবারিক কলহ হতো। গতকাল সোমবার বিকেলেও তাঁদের মধ্যে ঝগড়া হয়েছে। সে কারণে তাঁরা আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহতের ভাই রাজন আহমদ বলেন, সম্প্রতি সুনামগঞ্জের জগন্নাথপুরের এক লন্ডনপ্রবাসী পাত্রের সঙ্গে রানী বেগমের বিয়ের কথাবার্তা চলছে। প্রায় ৫০ বছর বয়সী ওই পাত্রের দুটি সন্তানও রয়েছে। তবে বিয়েতে রাজি হচ্ছিলেন না রানী। আগে বিয়ে করা এবং বয়সে অনেক বড় হওয়ায় বিয়ে করতে নারাজ ছিলেন তিনি। এতে সায় ছিল না ছোট বোন ফাতেমারও। এ নিয়ে গতকাল সন্ধ্যায় মায়ের সঙ্গে ঝগড়া হয় দুই বোনের। পরে তাঁরা চলে যান চাচার বাসায়। রাতে চাচার বাসায় খেয়ে এসে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন তাঁরা। আজ সকালে বাড়ির ছাদে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দুই বোনকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রাজন আরও বলেন, ``আমার বোন রানী মানসিক সদস্যায় ভুগছিল। তাকে বেশ কয়েকবার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বাসায় ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত সে। তারা দুজন মিলে নিয়মিত ভারতীয় সিরিজ `ক্রাইম পেট্রল' দেখত। এগুলো দেখে একটু ঝগড়া হলেই রানী ও ফাতেমা মরে যাবে বলে হুমকি দিত।"

এ ব্যাপারে আম্বরখানা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, আজ সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ছাদের ওপর পিলারের রডের সঙ্গে থাকা দুই বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

উপপরিদর্শক আরও বলেন, ওই পরিবারের সদস্যদের কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। তাঁরা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনের সঙ্গেও তাঁদের তেমন যোগাযোগ নেই। তাঁদের দুই ভাই অনেকটা সহজ-সরল হলেও তাঁদের কথাবার্তা অসংলগ্ন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বোন আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ উদ্‌ঘাটন করা হবে। 

ওসি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত