সিলেটে মোটরসাইকেল–প্রাইভেটকার সংঘর্ষে সাব্বির আহমেদ (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত সাব্বির আহমেদ সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর গোয়ালগাও এলাকার মৃত আশিক মিয়ার ছেলে।
বিমানবন্দর থানার আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাউজিং এস্টেট এলাকার পাঁচ নম্বর লেন থেকে দ্রুত গতিতে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। এ সময় প্রাইভেট কার নিয়ে হাউজিং এস্টেট লেনে ঢুকছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী। এ সময় মোটরসাইকেল ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে দুজন মোটরসাইকেল আরোহী মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাব্বির আহমদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গুরুতর আহত অপর যুবক সুনামগঞ্জ জগন্নাথপুর ভবানীপাড়া এলাকার মৃত সৈয়দ আরজু মিয়ার ছেলে আলী হোসেন রাজুকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় প্রাইভেটকার চালক হাউজিং এস্টেট পাঁচ নম্বর লেনের ২৯ নং বাসার বাসিন্দা আব্দুল বাছিত চৌধুরী (৪৭) ও আহত হয়েছেন।