হোম > সারা দেশ > সুনামগঞ্জ

অষ্টমবারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন জগন্নাথপুর থানার ইখতিয়ার উদ্দিন চৌধুরী 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অষ্টমবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রেষ্ঠ ওসি হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। 

জানা যায়, আজ দুপুরে সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম অভিন্ন মানদণ্ডে জেলার সকল ওসিদের মধ্যে সর্বোচ্চ নম্বর পান আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী। তাই তাঁকে অষ্টমবারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নাম ঘোষণা করা হয়। পরে পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন তিনি। 

অষ্টমবারের মতো শ্রেষ্ঠ হওয়ায় ঊর্ধ্বতন সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইখতিয়ার উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, এটা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।  তবে এই অর্জন আমার একার নয়, আমার থানার সকল পুলিশ সদস্যের। তাঁদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সুনামগঞ্জের সকল থানার কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, এর আগে জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওসি হিসেবে কর্মরত থাকাকালীন এক এক করে ষষ্ঠবারের মতো সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। জগন্নাথপুর থানায় যোগদানের কিছুদিন পর আইজিপি ব্যাজ পদকে ভূষিত হন পুলিশের এ কর্মকর্তা। সেই সঙ্গে গত ৭ জুলাই সপ্তমবারের মতো শ্রেষ্ঠ ওসি হন তিনি।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু