হোম > সারা দেশ > সিলেট

কিছু লোক হরতাল দিয়ে মানুষকে গৃহবন্দী করতে চায়: পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিএনপির প্রতি ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কিছু লোক এখন বের হয়েছে; যারা রাজনীতির নামে হরতাল-অবরোধ ডেকে জনগণকে গৃহবন্দী করতে চায়। তারা দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিতে চায়। ভোটে আসেও না, আবার বলে হতেও দেবে না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় বসতে চায়।’ 

আজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা পরিষদের হল রুমে এলজিইডির লেবার কন্ট্রাকটিং সোসাইটির (এলসিএস) নারী কর্মীদের মধ্যে সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কথা চিন্তা করেন। তিনি নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছেন। শেখ হাসিনা নারীদের জন্য গর্ভবতী ও বিধবা ভাতার সুযোগ করে দিয়েছেন।’ তিনি দ্বাদশ নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন। 

বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। 

পরে মন্ত্রী কেশবপুরে মরমি কবি বাউল সাধক রাধারমণ দত্তের ১০৮ তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ